জান না কি পিছনে তোমার রয়েছে রাজার চর। জানি জানি, তাই তো আমি চলেছি দেশান্তর। এ মানিক পেলেম আমি অনেক দেবতা পূজে, বাধার সঙ্গে যুঝে– এ মানিক দেব যারে অমনি তারে পাব খুঁজে, চলেছি দেশ-দেশান্তর॥
না না না বন্ধু, আমি অনেক করেছি বেচাকেনা, অনেক হয়েছে লেনাদেনা– না না না, এ তো হাটে বিকোবার নয় হার– না না না, কণ্ঠে দিব আমি তারি যারে বিনা মূল্যে দিতে পারি– ওগো আছে সে কোথায়, আজো তারে হয় নাই চেনা। না না না, বন্ধু।